সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, কোস্টাগার্ড, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, পূর্বাভাস, বাগেরহাট, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, শরণখোলা
শরণখোলায় যৌথবাহিনীর অভিযানে ৪৫ হাজার জাল টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:১৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১ বার পড়া হয়েছে
শরনখোলা(বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ ও মোংলা কোস্ট গার্ড উপজেলার খাদা গ্রামের বাদশা তালুকদারের পুত্র সোহেল তালুকদার (৩৮) ও ফজলু তালুকদারের পুত্র আসাদ তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে ০৩ রাউন্ড তাজা কার্তুজ, ০৩ টি দেশীয় অস্ত্র, ৪৩ হাজার জাল টাকা সহ ৪ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে।
কোস্ট গার্ড ও পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। ২৫ নভেম্বর মধ্যরাতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত গোলাবারুদ, দেশীয় অস্ত্র, জাল টাকা এবং মোবাইল ফোন থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড ।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, রাতে উদ্ধারকৃত কার্টুজ ও জাল টাকার সহ দেশীয় অস্ত্রের মালামাল বুঝে পেয়েছেন। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোস্টগার্ডের মংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মামুন বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশকে সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















































































































































































