পঞ্চবটি-মুক্তারপুর উড়ালসড়কের কাজে তিতাস লাইন ক্ষতিগ্রস্ত, গ্যাস সরবরাহ বন্ধ
- আপডেট সময়- ০৮:০০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি
স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় তিতাসের বিতরণী পাইপলাইন ফেটে যাওয়ায় আশেপাশের গ্যাস সরবরাহ বন্ধ।
শনিবার(২২ নভেম্বর) বিকালে উড়ালসড়কের জন্য গাঁথুনি করতে গেলে বিসিক শাসনগাঁও এলাকায় তিতাসের প্যাস সর্বরাহের পাইপলাইনটি ফেটে যায় বলে জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মামুনুর রশীদ।
তিনি বলেন, ১২ ইঞ্চির পাইপলাইন ফেটে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি মাটির বেশ গভীরে। মাটি কেটে তারপর এটি মেরামত করতে হবে।শনিবার থেকে মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা ছিল। রোববার সকালে হালকা চাপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি।কিন্তু আমরা মেরামত কাজ শেষ করতে পারিনি। প্রস্তুতি নিচ্ছি, দুপুরের দিকে কাজ শুরু করলে আবারও সরবরাহ বন্ধ থাকবে।
তবে ক্ষতিগ্রস্ত এ গ্যাস লাইন মেরামতের কাজ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি এ কর্মকর্তা।
প্রসঙ্গত,এর আগেও একাধিকবার এ প্রকল্পের কাজ করতে গিয়ে তিতাসের গ্যাস পাইপলাইন ফেটে যাবার ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।একইসঙ্গে গ্যাসের উপর নির্ভর বহু শিল্প কারখানার উৎপাদনকার্য ব্যাহত হচ্ছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
































































































































































