গভীর রাতে নিজ বাসা থেকে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি
- আপডেট সময়- ০৩:১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড মিজানুর রহমান সোহেল। ছবি : সংগৃহীত
অনলাইন নিউজ ডেস্ক।।
গভীর রাতে নিজ বাসা থেকে ভোরের কাগজের সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাকে রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়।
মিজানুর রহমান সোহেল জনপ্রিয় পত্রিকা দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনার সত্যতা জানতে গণমাধ্যমের পক্ষ থেকে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করে জানিয়েছেন, তাকে এখানেই আনা হয়েছে। কেন রাত ১২টার পর একজন গণমাধ্যম কর্মীকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে সেটা জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্যে ডিবি কার্যালয় আনা হয়েছে।
পরিবারের সূত্রে জানা গেছে, বাসা থেকে মিজানুর রহমানকে তুলে নিয়ে যাওয়ার সময় আশরাফুল নামের জনৈক পুলিশ সদস্য সোহেলের স্ত্রীকে জানান, ডিবিপ্রধান তার সাথে কথা বলতে চান, কথা শেষ হলে তাকে আবার বাসায় পৌঁছে দেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


































































































































