সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বিজিবি
টেকনাফে বিজিবির অভিযানে ২০হাজার ইয়াবাসহ মাদক সম্রাট নূর ফয়েজ গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, কক্সবাজার।।
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী চিরুনি অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ভোর ৪টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) খানকার ডেইল এলাকায় এই অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য নুর ফয়েজকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি জানায়, সীমান্তজুড়ে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় নুর ফয়েজের বাড়িকে মাদক মজুদের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়। একই এলাকার শফিক নামের এক ব্যক্তি নিয়মিতভাবে ইয়াবা এনে অস্থায়ীভাবে তার বাড়িতে রেখে যেত—এমন তথ্যও নিশ্চিত হয়।
তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির নেতৃত্বে বিজিবির বিশেষ দল ও কে–৯ ইউনিটের নারকটিক্স ডগ ‘চেরী’ অংশ নেয় অভিযানে। বাড়ির ছাদে তৈরি করা গোপন কুঠুরি ভেঙে উদ্ধার করা হয় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট। তবে শফিকসহ আরও ১–২ জন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।
গ্রেপ্তার:নুর ফয়েজ (৩২), সাং—খানকার পাড়া, টেকনাফ সদর ইউনিয়ন।পলাতক:মোহাম্মদ শফিক (২৫) ও অজ্ঞাত ১–২ জন।
উদ্ধার:২০,০০০ ইয়াবা, মোবাইল ফোন ১টি, চাপাতি ১টি।
অভিযান সম্পর্কে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় বিজিবি অটুট প্রতিশ্রুতিবদ্ধ। মাদক ও মানবপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতকে আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তর করার কার্যক্রম চলছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


































































































































