সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ
টেকনাফে অস্ত্রসহ ২ রোহিঙ্গা ডাকাত আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নূর কামাল গ্রুপের সক্রিয় সদস্য মোহাম্মদ আয়ুব (২৩) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন।
গ্রেপ্তার মোহাম্মদ আয়ুব নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা সৈয়দের ছেলে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, রোহিঙ্গা ডাকাত দলের একদল সদস্য ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা দ্রুত অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আয়ুবকে আটক করা হয়।
অভিযানের সময় তার লুঙ্গির ভাঁজ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও একটি গুলি উদ্ধার করা হয়।
কাউছার সিকদার আরও বলেন, “গ্রেপ্তার আয়ুব নূর কামাল ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য। তাঁর সহযোগীরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।”
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএনের কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































