পুলিশের পাশাপাশি মাদক স্পটগুলোতে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে: তারেক আল মেহেদী
- আপডেট সময়- ০৬:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

ফতুল্লায় ‘সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত..!
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটীর ধর্মগঞ্জে ‘সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান জাগরণী ক্রীড়া চক্রের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।
অনুষ্ঠানে জাগরণী ক্রীড়া চক্রের সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শওকত আলী খান জুময়া, স্থানীয় মসজিদ-মাদ্রাসা কমিটির সদস্য, স্কুল-কলেজের শিক্ষক, পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় দূরীকরণে করণীয় নিয়ে মতবিনিময় সভা ও আলোচনা হয়।
এসময় প্রধান অতিথি তারেক আল মেহেদী বলেন, নতুন করে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদক, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই দমন করার ব্যবস্থা গ্রহণ করা হবে। “পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি চিহ্নিত মাদক স্পটগুলোতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লা থানার মাদক কারবারিদের আইনের আওতায় এনে মাদকমুক্ত সমাজ গঠন করা হবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


































































































































































