জনগণের কাঙ্ক্ষিত সেবায় কোনো তালবাহানা বরদাস্ত করা হবে না’: ডিসি

- আপডেট সময়- ০১:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

আপনাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে ও সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে পালন করতে হবে..! জেলার সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক..!
স্টাফ করেসপন্ডেন্ট।।
আজ নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক(ডিসি) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
না’গঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় জেলার সিভিল সার্জন ড. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফারজানা শান্তা, উপপরিচালক, স্থানীয় সরকার মোঃ সোহেল রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।
সভায় বেশ কিছু জনবান্ধন জরুরি ও গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, হাসপাতালগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসা সেবার মান উন্নয়ন। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ। প্রতিবন্ধী সেবা ও সাহায্য প্রদান। ভোটার তালিকা হালনাগাদ তথ্য, সার্বজনীন জন্ম-মৃত্যু নিবন্ধন। জলাবদ্ধতা নিরসনে বিশেষ ভূমিকা পালন এবং মৎস্য চাষে আগ্রহ ও সুযোগ সৃষ্টি করা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা এ জেলায় নতুন একটি সমাজ ব্যবস্থা চালু করতে চাই, যেখানে সবাই হবেন মানবিক। দেশের ও সমাজের প্রতি সবার দায়িত্ববোধ থাকতে হবে।
জলাবদ্ধতা নিরসনের বিষয়ে গুরুত্বারোপ করে জেলা প্রশাসক(ডিসি) এলজিইডিকে ডিএনডি খালের অভ্যন্তরে থাকা অবৈধ ব্রিজের পরিসংখ্যান এক সপ্তাহের মধ্যে তার দপ্তরে প্রেরণের নির্দেশ দেন।
তিনি উল্লেখ করেন, অতিরিক্ত ব্রিজের কারণে বিভিন্ন জায়গায় ময়লা আটকে যাচ্ছে, তাই অবৈধ ও অপ্রয়োজনীয় ব্রিজগুলো ভেঙে ফেলতে হবে। এলজিইডি এক মাস সময় চাইলেও জেলা প্রশাসক(ডিসি) এক সপ্তাহের বেশি সময় দিতে অপারগতা প্রকাশ করেন।
জলাবদ্ধতা নিরসন ও জীববৈচিত্র্য রক্ষায় তিনি সিটি কর্পোরেশনকে উদ্দেশ্য করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে কোথায় কোথায় মাছ চাষ করা যাবে সে সমস্ত জায়গা পরিপূর্ণভাবে মাছ চাষের উপযোগী করে আমাকে রিপোর্ট দেবেন। আমি এই খালের ভিতরে মাছ চাষের ব্যবস্থা করব। অবৈধ ব্রিজ যেগুলো পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক(ডিসি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে কঠোরভাবে সতর্ক করে বলেন, এই এলাকার প্রতিটি কৃষককে সঠিকভাবে সার, ওষুধ, বীজ প্রদান করবেন, কোনো প্রকার দুর্নীতির সাথে জড়াবেন না। এর আগেও বহুবার আমাকে কথা শুনতে হয়েছে, এরকম যেন না হয়।” তিনি কৃষকদের চাহিদা অনুযায়ী ধান ও সবজি চাষে প্রয়োজনীয় সার, বীজ ও কীটনাশক সরবরাহের কঠোরভাবে নির্দেশ দেন।একইসঙ্গে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় ২টি ডিপ টিউবওয়েল দেওয়া হবে বলেও জানান।
জেলায় দায়িত্বরত সকল দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক(ডিসি) বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে এবং সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে পালন করতে হবে। জনগণের কাঙ্ক্ষিত সেবা যাতে আমরা খুব সহজেই দিতে পারি। কোনো প্রকার তালবাহানা চলবে না। আমাদেরকে সৎ হতে হবে, মানবিক হতে হবে এবং রাষ্ট্রের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ