মুঘল স্থাপত্য শৈলীর আদলে নির্মিত হবে না’গঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁ
- আপডেট সময়- ০৬:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
মুঘল আমলের স্থাপত্য শৈলীর আদলে নতুন করে সাজানো হচ্ছে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে অবস্থিত জেলার বৃহত্তর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। নারায়ণগঞ্জের প্রাচীন ঐতিহ্য ও সমৃদ্ধ ব্যবসায়িক ইতিহাসের কথা মাথায় রেখেই এই ঈদগাহ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঈদগাঁ মাঠের সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
জেলা প্রশাসক(ডিসি) বলেন, নারায়ণগঞ্জ জেলায় মুঘল আমল থেকেই ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং এই শহরে সেই সময়ের অনেক ঐতিহাসিক নিদর্শন এখনো বিদ্যমান রয়েছে।
তাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সংস্কারের ক্ষেত্রে মুঘল আমলের স্থাপত্যের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, “নারায়ণগঞ্জে মুঘল আমলের অনেক স্মৃতি রয়েছে। নারায়ণগঞ্জ মুঘল আমল থেকেই ব্যাবসায়ের কেন্দ্রস্থল। সেকারণেই মুঘল আমলের আদলে আমরা এটি সুন্দরভাবে কমিটির কাছে উপস্থাপন করেছি। পরবর্তীতে কমিটির পছন্দকৃত স্ট্রাকচারের ডিজাইন অনুযায়ী ঈদগাহের কাজটি শুরু করেছি।”
মুহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার প্রথম ঈদের নামাজের স্মৃতিচারণ করে বলেন, তিনি যখন প্রথমবার ঈদ উল ফিতরের নামাজ পড়তে এসে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন, তখন এর জরাজীর্ণ অবস্থা দেখে ব্যথিত হয়েছিলেন। মাঠের প্রধান কাঠামো প্রায় হেলে পড়েছিল এবং দেয়াল ভাঙা ছিল। এমন একটি গুরুত্বপূর্ণ জেলার কেন্দ্রীয় ঈদগাহের এই অবস্থা দেখে তিনি দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেন। এই চিন্তা থেকেই ঈদগাহটিকে একটি নতুন এবং নান্দনিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, আজ ঈদগাহের ঢালাইয়ের কাজ চলছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে মুঘল আমলের সৌন্দর্য এই ঈদগাহ ময়দানে পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব হবে। এই সংস্কার কাজ সম্পন্ন হলে এটি শুধু একটি উপাসনালয়ই থাকবে না, বরং নারায়ণগঞ্জের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের একটি প্রতীক হিসেবেও মাথা উঁচু করে দাঁড়াবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হুসাইন, মোহাম্মদ তারিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(নেজারত),মোহাম্মদ কামরূল ইসলাম(জেলা নাজির), অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































