না’গঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ ও ডাকাত আক্তার অস্ত্রসহ গ্রেপ্তার

- আপডেট সময়- ০৫:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যাব-১১’র বিশেষ অভিযানে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘শুটার মাসুদ’ গ্রেপ্তার।
শনিবার (৭ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের পেরাব এলাকায় তথ্য প্রযুক্তি সহায়ত ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ভর্তি গুলি উদ্ধার করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) র্যাব-১১ এর অধিনায়ক কর্নেল সাজ্জাদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মোঃ মাসুদ (২৮) ওরফে শুটার মাসুদ, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ ওরফে সুটার মাসুদ স্বীকার করেছে যে, গত ২৭ জুলাই সোনারগাঁ উপজেলার নোয়াদ্দা বাবুবাজার এলাকায় কাপড় ব্যবসায়ী রাকিব (২৫) কে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সে।সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে, দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ফুটেজে দেখা যায়, মাসুদ প্রকাশ্যে রাকিবকে ঝোপে ফেলে কোমর থেকে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি করে নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
র্যাব আরও জানায়, মাসুদ দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সোনারগাঁ ও আড়াইহাজার এলাকায় অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি ও মাদকের কারবারের একচ্ছত্র আধিপত্য চালিয়ে আসছিল।
অন্যদিকে, একই দিনে র্যাব-১১’ র অপর আরেকটি অভিযানিক দল অভিযান চালায় মুন্সিগঞ্জের গজারিয়ায়। এসময় ধরা পড়ে কুখ্যাত মেঘনা নদীর শীর্ষ নৌ-ডাকাত মোঃ আক্তার সরকার (৫০)।
এ ঘটনায় র্যাব জানায়, গত ২৫ আগস্ট গজারিয়ার শুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা চালায় আক্তার, নয়ন ও পিয়াসের নেতৃত্বাধীন ডাকাত দলের সদস্যরা। তখন এ ডাকাত চক্রের সদস্যরা ৪-৫টি হাইস্পিড ট্রলার নিয়ে এসে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও ককটেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এরই ধারাবাহিকতায় পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার তিতাস থানা এলাকায় অভিযান চালিয়ে আক্তারকে গ্রেপ্তার করে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, বিশেষ নৌকা, ৫৮ পিস ইয়াবা এবং দুই বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মেঘনা নদী ও আশপাশের শাখা নদীতে বালু মহল, নৌযান চলাচল এবং পণ্য পরিবহনের ওপর চাঁদা আদায় করে আসছিল এই ডাকাত চক্র। গত এক বছরে তাদের গোলাগুলিতে কয়েকজন নিহত হয়েছে বলেও জানায় পুলিশ।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শুটার মাসুদ ও নৌ-ডাকাত আক্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ