না’গঞ্জে এনআর গার্মেন্টস’র ছাঁদ থেকে লাফিয়ে পরে নারী শ্রমিকের আত্মহনন
- আপডেট সময়- ০৪:০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ বিসিক শিল্পনগরীর একটি বহুমুখী গার্মেন্ট কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে শাবনাজ আক্তার (২০) নামে এক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে এনআর গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
জানা গেছে, নিহত শাবনাজ আক্তার ময়মনসিংহের মো. আব্দুল বারেক মিয়ার মেয়ে। তিনি ফতুল্লাস্থ ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গার্মেন্টস কর্মী শাবনাজ ছাদ থেকে লাফিয়ে পরার শব্দ শুনে নিরাপত্তা কর্মীরা দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষের সহায়তায় খানপুর ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।পরে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়।
এঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরিফুল বলেন, আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের অভিভাবকরা আসতেছেন। তাদের সঙ্গে কথা বলার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































