সর্বশেষ:-
প্রথম সিনেমাতে ছক্কা হাকিয়েছে কলকাতার অভিনেত্রী ইধিকা

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক।।
ঢালিউড সুপারস্টার খ্যাত শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমাতে ছক্কা হাকিয়ে নিয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশ মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার এই জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তার নিজের অবস্থানও উঠে গেছে অনেকটাই উপরের দিকে। বিষয়টি অপ্রত্যাশিত মনে করছেন এই অভিনেত্রী।
রবিবার(৩০ আগট) আকস্মিকভাবেই ঢাকায় এসেছেন ইধিকা পাল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের কিছু অনুভূতি জানালেন, ‘আমার প্রথম অভিনয় করা সিনেমাটি মুক্তি পেয়েই এ রকমভাবে সফল হওয়াটা আমার পুরোপুরি প্রত্যাশার বাইরে ছিল। যা যথারীতি এখনও খুবই ভালো লাগছে। আমাদের কলকাতায় হিন্দিতে বলে ছোনেপে ছোহাগা। শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে একটা ছোনেপে ছোহাগা।’
ইধিকা পাল বলেন, যখন আমি শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয়ের প্রস্তাব পাই, সেই অনুভূতিটা আমার কাছে একটু অন্যরকম ছিল। শাকিবের এগেইনস্টে সুযোগ পাওয়াটা বড় ব্যাপার। তাছাড়া অভিনয়ের আগে তো শাকিব খানের অনেক মুভিই আমি কলকাতায় দেখেছি। তাই সেই জায়গা থেকে ব্যাপারটা এমনই ছিল।’
বাংলাদেশের কোনো অভিনেত্রীর অভিনয় ভালো লাগে এমন প্রশ্নের জবাবটি এ নায়িকা সুকৌশলে এড়িয়ে গিয়ে বললেন, অনেকের অভিনয়ই ভালো লাগে। একজনের নাম বললে আরেকজন মন খারাপ করতে পারেন। তাই কোনো নাম নয়।’