সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, ফরিদপুর, বাংলাদেশ, ভাঙ্গা
ভাঙ্গায় চলাচলের অনুপযোগী সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বালিয়া সড়কের হরিরহাট পর্যন্ত জরাজীর্ণ ও যানবাহন চলাচলের অনুপযোগী সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
সোমবার দুপুরে বালিয়া গ্রামের কয়েক শ’ পুরুষ এই মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
জরাজীর্ণ ওই সড়কের রেল সেতু সংলগ্ন স্থানে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সড়কটি সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করার আহ্বান জানান।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এতে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক মাহবুব খান, কবির হোসেন মিয়া, বাবুল মাতব্বর, সাহেদ খন্দকার, জিন্নাত আলী, বাকি মাতুব্বর, এনামুল কাজী, রাজিব প্রমুখ ।
বক্তারা বলেন, প্রচন্ড বৃষ্টির ফলে সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে প্রতিদিন প্রচণ্ড ঝুঁকি নিয়ে শত শত অটো ও ভ্যান গাড়ি চলাচল করে। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় কোমলমতি স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে কষ্টের সীমা থাকে না। এ ছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতে খুবই ভোগান্তি পোহাতে হয়।
অবিলম্বে রাস্তাটির সংস্কার করে জনসাধারণ ও যানবাহন চলাচলের ব্যবস্থা করতে সড়ক কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানান তারা।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ