গ্লোবাল টিভির সাংবাদিক মনিরুল আলমকে প্রকাশ্যে হত্যার হুমকি

- আপডেট সময়- ১২:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, রিপোর্টার ক্লাবের সভাপতি, সাংবাদিক মো.মনিরুল আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর লাশ গুম করার হুমকি দিয়েছে সন্ত্রাসী দিপু বাহিনী।
গতকাল মঙ্গলবার (২২ জুন) সকাল আনুমানিক ১১ ঘটিকার সময়, কাঁচপুরস্থ সোনারগাঁও মেগা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় সাংবাদিক মনিরুল আলমের অফিস রুমে ডুকে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই কামরুল হাসান দিপু প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রকাশ্যে গুলি করে হত্যা হুমকি দিয়ে লাশ গুম করার কথা বলে হুমকি ধামকি দেন। ঘটনাটি ঘটেছে সাংবাদিক মনিরুল আলমের কাঁচপুরস্থ মেগা কমপ্লেক্সের রিপোর্টার্স ক্লাব অফিস কার্যালয়ে।
জানা গেছে, সন্ত্রাসী দিপু রূপগঞ্জ উপজেলার যাত্রামোড়া এলাকার শামসুল হকের ছেলে। সে নানান সময়ে এ কমপ্লেক্স এসে অনৈতিক কার্যকলাপ করে থাকেন। সাংবাদিক মনিরুল আলম এসকল কর্মকান্ডে বাদা দিলেই ক্ষিপ্ত হয় তার উপর। এরপর সুযোগ বুঝে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলার চেষ্টা চালালে ব্যর্থ হয়। এসময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি ধামকি দেয়।
এ সন্ত্রাসী দিপুর এমন আচরণ দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে দ্রুততম সময়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং জনসম্মুখে বলে স্পষ্ট বলে যায় কোন ধরনের আইনি পদক্ষেপ নিলে যেকোনো সময় আমাকে গুলি করে লাশ নদীতে ফেলে দিবে ।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানান, সন্ত্রাসী দিপু বাহিনী প্রতিদিনই সন্ধ্যা হলে মার্কেটের ভিতরে একাধিক লোক নিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক অপরাধমূল কর্মকাণ্ড চালায়। তার বাহিনী তিনটি মোটরসাইকেল ব্যবহার করে ফিল্মি স্টাইলে প্রতিদিন এ মার্কেটে আসে।
এ ঘটনায় সাংবাদিক মনিরুল আলম জীবনের নিরাপত্তার স্বার্থে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) রজু করে।
পরবর্তীতে বিষয়টি জেলা পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে অবহিত করা সহ জীবনের নিরাপত্তা চেয়ে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী ও র্যাবের কাছে দারস্থ হয়ে বিষয়টি অবগত করলে তারা আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে সোনারগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মফিজুর রহমান জানান, এ বিষয়ে একটি জিডি করা হয়েছে, পুলিশ সুপার মহোদয়ও ব্যপারটি জেনেছেন, জডির বিষয় সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ কঠোরতার সাথে পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি
জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ