সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, কুষ্টিয়া, খুলনা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ভেড়ামারা
ভেড়ামারায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-১
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:১৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ২১০ বার পড়া হয়েছে
হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আসকর মন্ডল (৬০) নামে একজন বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তার নাতিছেলে সোহাগ বিশ্বাস (২৬)।
সোমবার(৯ জুন) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারোমাইল মিজান তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি ভেড়ামারা উপজেলার চন্ডীপুর গ্রামে এবং তারা মৃত গাজী সর্দ্দার ও আলম বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসকর মন্ডল তার নাতি ছেলে সোহাগ বিশ্বাসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারোমাইল মিজান তেলপাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাপইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল চালক আসকর মন্ডল ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী সোগাগ বিশ্বাস। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনার বিষয়ে ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, দূর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাইভেটকরাটি আটক করা হয়েছে
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






































































































































