হিন্দু ধর্মালম্বী হয়েও‘কোরবানি’ দিলেন নায়িকা মিম
- আপডেট সময়- ১১:০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ ২২১ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট।।
মুসলিম ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কিন্তু সনাতন ধর্মালম্বী হয়েও প্রতি বছর পশু কোরবানি করে থাকেন এপার-ওপারের খ্যাতনামা নায়িকা বিদ্যা সিনহা মিম। এবার কোরবানির ঈদেও তার ব্যতিক্রম ঘটনি। বরাবরের মতো দুটি খাসি কোরবানি দিয়ে সম্প্রীতির অনন্য নিদর্শন রাখলেন এ নায়িকা।
অন্য ধর্মের হয়েও কেন কোরবানি দেন মিম, এমন প্রশ্নের জবাব জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানির ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। আমার পরিবারে যারা কাজে সহায়তা করেন, আমার জন্য কষ্ট করেন তাদের জন্য প্রতিবারের মত এবারও থাকছে ঈদের আয়োজন হিসেবে এ কোরবানি। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, আশা করি কখনও হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে।’
সকল দেশবাসীকে ঈদের শুভেচ্ছা সহ ঈদ মোবারক জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার বাসায় বেশ কয়েকজন কাজের মানুষ আছেন। তারা সকলেই মুসলিম। তাদেরকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করতে চাই না।
জানা গেছে, এ ঈদে মিমের ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ দিকে সরে দাঁড়ায় সিনেমাটি। তবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজটি। এতে তার অভিনয় দর্শকপ্রিয় ও প্রশংসিত হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ