সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, র্যাব
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে র্যাব কনস্টেবলের মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৭:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে র্যাবের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক, যিনি গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পে কর্মরত ছিলেন।
ঘটনাটি রোববার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় ঘটে। আবু বক্কর সিদ্দিক ও তার আরেক সহকর্মী মোটরসাইকেলে করে ক্যাম্পে ফিরছিলেন। হঠাৎ প্রবল বাতাসের সঙ্গে গাছের ডাল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার সহযাত্রীও আহত হয়েছেন।
নিহত আবু বক্কর সিদ্দিক কুষ্টিয়া জেলার বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
গাইবান্ধা ও আশেপাশের এলাকায় গত কয়েকদিন ধরে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করেছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ