আশুলিয়া থেকে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১১

- আপডেট সময়- ০৫:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় একটি হত্যা মামলায় ঢাকার অদূরে আশুলিয়া থেকে ২৬ বছর পলাতক থাকা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সাভারের আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামি জহিরুল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাজবী এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
র্যাবের তথ্য সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত জহিরুলকে মৃত্যুদণ্ড দেন।এ রায় ঘোষণার পর থেকে আসামি জহিরুল পলাতক ছিলেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১’র একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এর পরবর্তীতে তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ