ফরিদপুরে হজ্ব যাত্রীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

- আপডেট সময়- ০৮:৩২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি।।
ফরিদপুর জেলার সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ ২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫ শত নিবন্ধিত হজ্ব যাত্রীগণ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বুধবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্ল্যার সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,
ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্ল্যা।
প্রধান মেহমান জেলা প্রশাসক তার বক্তব্যের এক পর্যায় বলেন, আমাদের সরকারি তরফ থেকে যাত্রীদের জন্য সার্বিক সহযোগিতা থাকবে।
তিনি আরও বলেন, আপনারা অনেকেই শেয়ার করেছেন যে (মক্কায়) ঐখানে গেলে মনের একটা পরিবর্তন হয়, ঐখানে না গেলে আসলে বুঝা যাবে না, ঐখানে গিয়ে যে মনজাগতিক পরিবর্তন হয়, ঐখানে গিয়ে যে, আমরা আল্লাহর কাছে শপথ করি যে, সারা জীবন আমি ভালো কাজ করব, অন্যায় করবো না। পরবর্তীতে হজ করে আসারপরে যেন আমরা সেটার চর্চা রাখি, যেনো আমরা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করতে পারি। সকলের প্রতি সেই আহবান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবীর, শাহ ফরিদ জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ, ফরিদপুর ইসলামিক ব্যাংক পিএলসি এসভিপি- হেড অব ব্রাঞ্চ
একেএম দেলোয়ার হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল আমিন সরোয়ার, হাব. ঢাকা এর প্রতিনিধি মনিরুল ইসলাম মোল্ল্যা, ময়েজ মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আহম্মাদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা ইফা’র ফিল্ড অফিসার মো. রাসেল, মাষ্টার ট্রেইনার মাওলানা রুহুল আমিন রহমানি, হিসাব রক্ষক (চ.দা.) ও সদর ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ, (এলডিএ) সহকারী প্রশিক্ষক মো. ইউনুচ আলী মন্ডল, ফিল্ড সুপারভাইজার এইচ. এম রুহুল আমিন, ফিল্ড সুপারভাইজার কামাল হোসেন, ফিল্ড সুপার
ভাইজার রেজাউল করিম, এইচ এম আলমগীর, আবু আলী, ইকবাল হোসেন, নারগিস পারভিন, জিয়াসমিন রুপা, জহিরুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান, অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ সহ নিবন্ধিত ৪৮০ জন হজ্ব যাত্রীগণ।
অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন, এলডিএ সহকারী প্রশিক্ষক মো. ইউনুচ আলী মন্ডল ও মাস্টার ট্রেইনার মাওলানা রুহুল আমিন রহমানি।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, ফরিদপুর জেলা ইফা’র উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্যা।
উল্লেখ্য, জেলা প্রশাসন ফরিদপুরের সহযোগীতায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং
ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের আয়োজনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ