সোনারগাঁয়ে দলিল লিখকের সনদের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

- আপডেট সময়- ১২:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

মো. সুজন, সোনারগাঁ(না’গঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদ সরকারের সনদের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। গতকাল রোববার সকালে সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শহীদ সরকার।
তিনি জানিয়েছেন, ৫ আগষ্টের আগে সোনারগাঁ উপজেলা যুবলীগের কর্মী ও দলিল লিখক গাজী কামাল হোসেন তার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সাজানো ও মিথ্যা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ার পরও তার সনদ সাময়িকভাবে স্থগিত করেন তৎকালীন জেলা রেজিষ্ট্রার খন্দকার জামীলুর রহমান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,অর্থ সম্পাদক আবু সিদ্দিক, সিনিয়র দলিল লিখক মোশারফ হোসেন ও ওফায়েজ সরকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনের ভাই যুবলীগ কর্মী গাজী কামাল হোসেন আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতেন।এতে প্রতিবাদ করার কারনে তার বিরুদ্ধে জেলা রেজিষ্ট্রারের কাছে মিথ্যা ও হয়রানীমূলক অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ২৪ ডিসেম্বর জেলা রেজিষ্টার তদন্তে এসে অভিযোগের সত্যতা পাননি। তিনি সোনারগাঁ বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি করার কারণে এ হয়রানীর শিকার হতে হয়েছে। তিনি আরো বলেন,সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবিশ মোস্তফা কামালের নেতৃত্বে প্রতি নকলে অতিরিক্ত টাকা আদায় করা হয় বলে তিনি অভিযোগ করেন। সেখানে মোস্তফা কামাল তার স্ত্রী নাছিমা আক্তারসহ তাদের আত্মীয় স্বজনদের শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। ফলে প্রতিদিন ঘুষ বানিজ্য করে দাতা ও গ্রহিতাদর ভোগান্তি ও হয়রানী করে আসছেন। তাদের এ বিষয়ে প্রতিবাদ করায় মোস্তফা কামাল তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের কোন সত্যতা মেলেনি।তাই তার সনদ সাময়িক স্থগিতাদেশ থেকে অব্যাহতি দেওয়ার জন্য দাবি জানিয়েছেন।
সোনারগাঁ সাব রেজিষ্ট্রার মো. মুজিবুর রহমান বলেন, নকল নবিশ মোস্তফা কামালের বিরুদ্ধে ঘুষ গ্রহনের কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ