সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, কুড়িগ্রাম, গাইবান্ধা, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, রংপুর
ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় ফিলিস্তিনের নিরীহ নারী, পুরুষ ও শিশুদের ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) দুপুরে এই আয়োজন করা হয়। মিছিলটি গাইবান্ধা শহরের স্টেশন মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দাস বেকারী মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনে চলমান সংঘাত ও ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানান। তারা ফিলিস্তিনি শিশু ও সাধারণ মানুষের ওপর চলমান নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ফিলিস্তিনে প্রতিদিন নিরীহ মানুষ ও শিশুরা ইসরাইলের হামলায় প্রাণ হারাচ্ছে। এই নির্মমতা বিশ্ব বিবেককে নাড়া দিলেও আন্তর্জাতিক মহল এখনও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ইসরাইলের দখলদারিত্ব ও নিপীড়নের ফলে ফিলিস্তিন ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তবে অদূর ভবিষ্যতে ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে। ফিলিস্তিনের মানুষের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের পক্ষে প্রতিবাদ অব্যাহত থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।
মিছিল ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মোঃ ফয়সাল কবির রানা, সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি ওবায়দুল হক এবং বর্তমান জেলা সেক্রেটারি শাওন হাসান প্রমুখ।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ