সর্বশেষ:-
গাইবান্ধায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সোহানকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) এই পদক্ষেপ নেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসতিয়াক আহমেদ সোহানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এছাড়াও, ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সোহানের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য আব্দুস ছালাম মিয়া আহ্বায়ক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছে। বহিষ্কারের পেছনের কারণ এবং এর প্রভাব নিয়ে এখন চর্চা চলছে। ছাত্রদলের ভবিষ্যৎ কার্যক্রম এবং নেতৃত্বের দিকনির্দেশনা নিয়েও প্রশ্ন উঠেছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ