সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, কুড়িগ্রাম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, রংপুর, র্যাব
সাদুল্লাপুর উপজেলা আ’লীগ নেতা সাহরিয়ার খাঁন বিপ্লব গ্রেপ্তার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা সাহরিয়ার খাঁন বিপ্লবকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ মার্চ) রাত ১টার দিকে উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে তাঁকে আটক করা হয়।
সাহরিয়ার খাঁন বিপ্লব সাদুল্লাপুর উপজেলা সদরের পশ্চিমপাড়ার মৃত ফরহাদ খানের ছেলে। তিনি বিগত সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে সাহরিয়ার খাঁন বিপ্লব উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তারাবীর নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে তাঁকে অনুসরণ করা থানা পুলিশের একটি দল উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে তাঁকে আটক করে।
সাদুল্লাপুর থানার ওসি মোঃ তাজ উদ্দিন খন্দকার আলহাজ্ব সাহরিয়ার খাঁন বিপ্লবের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাঁকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে গাইবান্ধা সদর থানায় স্থানান্তর করা হয়।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, বিগত ২০২৪ সালের ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় সাহরিয়ার খাঁন বিপ্লবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাঁকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল রোববার তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।
এ ঘটনায় স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এই গ্রেপ্তারকে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখছেন, আবার কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই পদক্ষেপকে সমর্থন জানাচ্ছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা ও অভিযোগের সত্যতা যাচাই করেই এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে জানা গেছে। আগামী দিনগুলোতে এই মামলার প্রক্রিয়া ও রাজনৈতিক প্রভাব নিয়ে আরও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ