সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বিজিবি
টেকনাফে বিজিবি-২’র অভিযানে ৪০হাজার ইয়াবা ও ২৩ কেজি গাঁজাসহ আটক-২

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজার টেকনাফের সাবরাং ইউনিয়নের হাবিব পাড়ায় বসত ভিটায় অভিযানে চল্লিশ হাজার পিস ইয়াবা ও ২৩ কেজি গাঁজা উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)
ভারপ্রাপ্ত অধিনায়ক
লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন
মৃত মোঃ ইসমাইলের পুত্র সোলেমান হোসেন (২৩)
আব্দুল আমিন (১৯)
রশিদ আহমেদের পুত্র আব্দুল আমিন (১৯),
তারা দুই জন ছোট হাবিবপাড়া গ্রামের বাসিন্দা
তিনি জানান, বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৫.৩০ ঘটিকায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নয়াপাড়া বিওপি’র গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে,
ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ দলকে কে-নাইন ইউনিটের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরসহ অভিযান পরিচালনার জন্য মোতায়েন করেন। এ সময়, সাবরাং বিওপির একটি টহল দলকেও উক্ত অভিযানদলটির সহায়তার জন্য প্রেরণ করা হয়। বিজিবির সদস্যরা মাদকারবারির বাড়ীটি এবং তৎসংলগ্ন একটি দোকানকে ঘিরে রেখে ঝটিকা অভিযানে পরিচালনা শুরু করে। সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘ ০২ ঘন্টা ব্যাপক তল্লাশী চালিয়ে অভিযান পরিচালনাকরে ঘটিকায় বাড়ির বিভিন্ন স্থান হতে দুইজন চোরাকারবারীসহ ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৩ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়। ধৃত আসামীদের দেয়া তথ্য অনুযায়ী চক্রের অনান্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।
টেকনাফের জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ