সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কমলগঞ্জ, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, মৌলভীবাজার, সিলেট
কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ব্রিকস ফিল্ডে জরিমানা

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০২:৫৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন আইন অমান্য করার দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ইটভাটার স্বাত্তাধীকারীকে বিশ (২০) হাজার টাকা অর্থদণ্ড জরিমানা ও তৈরি করা কাঁচা ইট ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯শে ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম, থানা পুলিশের একটি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের সুত্রের বরাতে জানাযায়, এসকেবি ব্রিকস নামের এই ইটভাটার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা ৪ ও ৫ এবং পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন ১৯৯৫ অমান্য করার কারণে জরিমানা করা হয়।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই। পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাঈদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন অমান্য করায় এ জরিমানা করা হয়েছে। এছাড়া কাঁচা ইট নষ্ট করা হয়েছে। আপতাত ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ