কারওয়ান বাজারে একুশে টিভি ভবনে আগুন

- আপডেট সময়- ০৬:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।
রাজধানীর কারওয়ান বাজারে একুশে টেলিভিশন ভবনের নিচতলায় আগুন লেগেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার মো. শাহজাহান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
তবে আগুনের সূত্রপাত কোথা থেকে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আগুনের ঘটনায় ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে কালো ধোয়া চারদিকে ছড়িয়ে পড়েছে।
মো. শাহজাহান জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজারের একুশে টিভি ভবনের নিচতলায় থাকা একটি কফি হাউজে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। বর্তামানে আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহতের খবরও পাওয়া যায়নি।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ