না’গঞ্জ জেলা নাজিরের চাচা বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিনের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

- আপডেট সময়- ০৬:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) কার্যালয়ের নাজির মোহাম্মদ কামরূল ইসলামের চাচা শফিউদ্দিন(৭২) আর নেই।( ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মঙ্গলবার(২১ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ওই দিনই বাদ এশা রাষ্ট্রিয় মর্যাদা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়।জেলা নাজির তার মৃত্যুতে শোকাভিভূত সহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করা তার চাচার রুহের মাগফেরাত কামনা করেছেন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উপস্থিতিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নেতৃত্বে পুলিশ সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন।এসময় বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিউদ্দিন মৃত্যুকালে স্ত্রী, কন্যা, পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু পরিবারের শোকের ছায়া বিরাজমান।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ