রূপগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন
- আপডেট সময়- ০৫:০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলাচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর রূপগঞ্জের গোলাকাদাইল ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়াজন করা হয়। গোলাকাদাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টারের সভাপতিত্বে আয়াজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। গোলাকাদাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মতিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বাছির উদ্দিন বাচু, সহ-সভাপতি আশরাফুল হক রিপন, গোলাকাদাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রজব আলী ফকির, রেজাউল করিম, শাহীন মিয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আবাস উদ্দিন ভুঁইয়া, গোলাকাদাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হাসান, রূপগঞ্জ উপজেলা স্বেছাসবকদল নেতা মামুন ভুঁইয়া, ইলিয়াছ ভুঁইয়া সহ আরা অনেকে।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি দেশে স্বাধীনতার ঘোষণাই করেননি, তিনি যুদ্ধ করেছেন। জিয়াউর রহমানের জন্যই বাংলাদশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ দেখছেন। আগামীতপ দেশনেত্রী বেগম খালদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব সুদূর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ। এ জন্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে রূপগঞ্জে,সন্ত্রাস চাঁদাবাজ, ভুমিদস্যুতা ও নৈরাজ্য বন্ধে দলের নেতাকর্মীরা কাজ করছে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ