সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উখিয়া, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বিজিবি
উখিয়ায় বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক-১ মাদক কারবারি
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:৫১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী সিএনজি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি জসিম উদ্দিন (৪০)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব রঙ্গীখালী গ্রামের আবুল কাশেমের ছেলে।
রোববার (০৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় এ অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি।
তিনি জানান, নীহ্ন রঙ্গীখালী এলাকা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি চেকপোস্টে পৌঁছালে বিজিবির টহল দল সেটিতে তল্লাশি চালায়। এ সময় সিএনজির নিচে গ্যাস সিলিন্ডারের পাশে অভিনব কৌশলে লুকানো পলিথিনে মোড়ানো এক কাট অর্থাৎ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সিএনজি চালক জসিম উদ্দিনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি হ্নীলা এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। সিএনজিটি আরও তল্লাশি করা হলেও অতিরিক্ত কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন জানান, মাদক সরবরাহকারী চক্র ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, সিএনজি এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এসব অভিযানে উখিয়া ও টেকনাফ অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা বৃদ্ধি পেয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































