মনোনয়নপত্র সংগ্রহ শেষে টিপু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আজকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবেন। যদি আমাকে মনোনয়ন নাও দেওয়া হয় তাহলে দল থেকে চূড়ান্তভাবে যাকে মনোনীত করা হবে, যার হাতে ধানের শীষ তুলে দেওয়া হবে আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তার জন্যই কাজ করবো।
দল থেকে মনোনয়ন না দেওয়া হলে স্বতন্ত্রপ্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে এড. টিপু বলেন, দল যদি আমাকে মনোনয়ন না দেন তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হবোনা। দল আমাকে দলের সদস্য সচিবের মত গুরুত্বপূর্ন দায়িত্ব দিয়েছেন। আমি আমার সেই দায়িত্বের জায়গা থেকে দলীয় প্রার্থী বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হতে পারিনা। পাশাপাশি দলের সদস্য সচিব হিসেবে আমি সকলের প্রতি অনুরোধ এবং আহবান রাখবো অন্য কেউ যেন দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী না হয়।















































































































































































