সর্বশেষ:-
প্রচ্ছদ /
আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ
টেকনাফে হত্যা মামলার আসামিসহ মানব পাচার চক্রের কবল থেকে উদ্ধার-১৭
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মানব পাচারের প্রাক্কালে বিজিবির বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিসহ পাচার চক্রের হাত থেকে ১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টেকনাফের রাজারছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন ৭ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু। অভিযানের সময় পাচারকারীরা রাতের অন্ধকারে সাঁতরে পালিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটি সংঘবদ্ধ মানব পাচার চক্র সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন রাজারছড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশ্ববর্তী এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একাধিক টহল দল। পাচারের ঠিক আগমুহূর্তে একটি নৌকা ঘিরে ফেলে বিজিবি সদস্যরা।
নৌকাটি তল্লাশি করে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। তারা জানায়, উন্নত জীবন, ভালো চাকরি ও বেশি আয়ের প্রলোভন দেখিয়ে তাদেরকে বিদেশে পাঠানোর কথা বলা হয়েছিল। বাস্তবে সেই স্বপ্নের আড়ালে ছিল ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত সমুদ্রযাত্রা।
উদ্ধারকৃতদের নাম-ঠিকানা যাচাইয়ের সময় মো. তারেক (২০) নামে এক যুবকের পরিচয় শনাক্ত হয়, যিনি টেকনাফ মডেল থানার একটি হত্যা মামলার আসামি। পরে বিজিবির জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত করা হয়। তার বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিলে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, মানব ও মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতিরই ফল এই অভিযান। অপরাধীদের জন্য টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত কোনো স্থানই নিরাপদ নয়। মানব পাচারের মতো জঘন্য অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ













































































































































































