রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’ নামের ওই ভবনে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টা ২৮ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন আটতলা বিশিষ্ট খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদে থাকা একটি গোডাউনে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।















































































































































































