মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাযজ্ঞ, নতুন যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
- আপডেট সময়- ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিবেদক।।
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, চুরির উদ্দেশ্যেই গৃহকর্মীর চাকরি নেয়া আয়েশার হাতেই ঘটে এ নির্মম হত্যাকাণ্ড।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম বলেন, চুরি করে পালিয়ে যায় সময় ধরা পড়ায় প্রথমে গৃহকর্ত্রীকে এবং পরে ঘটনাটি দেখে ফেলায় মেয়েকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে আয়েশা।
প্রসঙ্গত,গত ৮ ডিসেম্বর সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনার সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের দুই দিন পর, ১০ ডিসেম্বর, বরিশালের ঝালকাঠির নলছিটি এলাকায় দাদা-শ্বশুরের বাড়ি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করে পুলিশ।
আয়েশার প্রাথমিক জবানবন্দিতে উঠে এসেছে, বাসা থেকে স্বর্ণালংকার ও দামি মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলেন লায়লা আফরোজ। ধরা পড়ার ভয়েই ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করেন আয়েশা। মায়ের চিৎকার শুনে ঘুম থেকে আসা নাফিসাকেও ছুরি দিয়ে হত্যা করে সে। হত্যার পর ঠান্ডা মাথায় জামা কাপড় পরিবর্তন করে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায় আয়েশা।
আয়েশার স্বামী রাব্বির বরাতেও পুলিশ জানায়,এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল না; চুরির সময় ধরা পড়ার কারণেই এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
সুরতহাল প্রতিবেদন, লায়লা আফরোজের শরীরে ৩০টিরও বেশি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মেয়ে নাফিসার শরীরে রয়েছে ৪টি ছুরিকাঘাত।২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা
এই ভয়াবহ হত্যাকাণ্ডে এলাকায় হতবাক স্থানীয়রা। ঘটনাটি এখনো তদন্তাধীন বলে জানিয়েছে ডিএমপি।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































