নারায়ণগঞ্জ-৫, মনোনীত ও বঞ্চিত চার প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
- আপডেট সময়- ০৪:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ও বঞ্চিত চার প্রার্থীই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ্যা. আবুল কালাম আজাদের পর বিএনপি মনোনীত মাসুদুজ্জামান মাসুদ, এরপর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল।
শনিবার (২৭ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে এড. শাখাওয়াত হোসেন খান ও আবু জাফর বাবুল আহম্মেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁদের অনুসারী নেতা-কর্মীরা। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ও সাবেক এমপি এড. আবুল কালাম।
এ আসনে এড. সাখাওয়াত হোসেন খান বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে গত ৩ নভেম্বর বিএনপি থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন দেওয়া হয় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদকে।
তবে নিরাপত্তাসহ ব্যক্তিগত বিষয় উল্লেখ করে হঠাৎই গত ১৬ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও পরে নেতা-কর্মীদের চাপে নির্বাচনে ফিরে আসেন মাসুদুজ্জামান মাসুদ। এরপর গত ১৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তখন তিনি জানান, দলীয় কার্যালয়ে ডেকে আসনটিতে নির্বাচনের প্রস্তুতির জন্য বলা হয়েছে তাকে।
অন্যদিকে বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলও বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার অনুসারীরা।
তবে গত বুধবার (২৪ ডিসেম্বর) বাবুল সমর্থন জানিয়েছিলেন সাবেক সাংসদ আবুল কালামকে। যেখনে তিনি দলীয় মনোনয়ন ফরমের একটি কাগজ দেখিয়ে দাবি করছেন, তিনি এ আসনটিতে মনোনীত হয়েছেন।
এদিকে মাসুদুজ্জামানের অনুসারীদের দাবি, আনুষ্ঠানিকভাবে দল মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করেছে। তারপর দুই নেতা দাবি করলেও তাদের বিষয়ে দল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। সে বিবেচনায় এখনো আসনটিতে বিএনপির ঘোষিত ও মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদই। তারা তার পক্ষে কাজ করে যাচ্ছেন। এদিকে জনমনে এখানো বিএনপির চুড়ান্ত মনোনয়ন প্রার্থীতা নিয়ে ধোঁয়াশাই রয়ে গেছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ













































































































































































