না’গঞ্জে সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে বাসি খাবার রাখার দায়ে ১ লাখ টাকা অর্থদন্ড
- আপডেট সময়- ০৪:০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাড়ায় সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে তদারকি অভিযান চালিয়ে বাসি রান্না করা খাবার মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৮ ডিসেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে তৃতীয় তলার ফ্রিজে রাখা বাসি চিকেন গ্রিল, চিকেন চাপ, শিক কাবাবসহ বিভিন্ন রান্না করা খাবার মজুত পাওয়া যায়। সরল বিশ্বাসে খাবার গ্রহণ করতে আসা ভোক্তাদের কাছে এমন খাবার পরিবেশন করা আইন লঙ্ঘন বলে জানান অভিযানে থাকা কর্মকর্তারা।
অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ অভিযানে জেলা পুলিশের উপপরিদর্শক কালামের নেতৃত্বে একটি টিম এবং জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি যৌথভাবে সহযোগিতায় অংশগ্রহণ করেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































