দুর্নীতিমুক্ত থাকতে সচেতনতার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অত্যাবশ্যকীয়: ডিসি রায়হান কবির
- আপডেট সময়- ১১:১৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামির শুদ্ধতা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির। তিনি বলেন, “আমাদের ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা ও পারিবারিক শিক্ষায় ঘাটতি আছে। যার ফলে সমাজের প্রায় প্রত্যেক ক্ষেত্রেই কমবেশি দুর্নীতি ঘটে। সুযোগ পেলেই আমরা অনেকেই নিজ নিজ ক্ষমতার অপব্যবহার করি। যার যার অবস্থান থেকে খারাপ প্র্যাকটিসটা বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত থাকতে ধর্মীয় শিক্ষা অত্যবস্যকীয়। প্রত্যেকে নিজের জায়গা থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করলে মানুষ পরিপূর্ণ সেবা পাবে। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, অনেক সময় সঠিক সময়ে অ্যাকশন না নেওয়ার কারণেও দুর্নীতি ছড়িয়ে পড়ে। সবাই মিলে চেষ্টা করলে দুর্নীতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মুহাম্মদ আহসান শহীদ সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবুল কৃষ্ণ সাহা প্রমুখ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































