সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, কক্সবাজার, কোস্টাগার্ড, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, নৌবাহিনী, বাংলাদেশ
টেকনাফের শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের ঘর থেকে দেশি–বিদেশি অস্ত্রভাণ্ডার উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:২৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে শীর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান ওরফে লম্বা মিজান-এর বসতঘর থেকে বিপুল দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে হ্নীলা ইউনিয়নের উলুচামরি কোনা পাড়া এলাকায় বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্র জানায়, মিজানের ঘরে অস্ত্র মজুদের তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস ও নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ যৌথ অভিযান চালায়। তল্লাশিতে বিদেশি পিস্তল ১টি, দেশি পিস্তল ২টি, একনলা বন্দুক ১টি, গ্রেনেড (৪০ মি. মি.) HE MG-3 মোট ৭টি, HE MG-4 তিনটি, লাইভ অ্যাম্যুনিশন ৪৩ রাউন্ড, পিস্তলের ম্যাগাজিন ১টি, পিস্তল বল ২ রাউন্ড, ফাঁকা কার্তুজ ২০ রাউন্ড ও তিনটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সব অস্ত্র ও সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































