আগের প্রার্থী তালিকাই এখন পর্যন্ত চূড়ান্ত: রিজভী
- আপডেট সময়- ০৬:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক।।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সারাদেশে প্রার্থী তালিকা দলের নীতি-নির্ধারণী পর্যায়ের সদস্যরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে ঘোষণা করেন। এই তালিকাই এখন পর্যন্ত চূড়ান্ত।
শনিবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।দলের মনোনীত প্রার্থী তালিকা নিয়ে রিজভী বলেন, “পার্টির যারা নীতি-নির্ধারনী সদস্য রয়েছেন, তারা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের সাথে আলাপ-আলোচনা করে সেটা (প্রার্থী তালিকা) নির্ধারণ করেছেন। এই পর্যন্ত আমরা যেটা জানি, যেটা (তালিকা) ঘোষনা করা হয়েছে সেটা চূড়ান্তই ঘোষনা করা হয়েছে।
“এরপরে কী সিদ্ধান্ত হবে, না হবে সেটা আমার জানা নেই। কিন্তু এই পর্যন্ত সিদ্ধান্ত যেটা ঘোষণা করা হয়েছে সেটা চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে”।এদিকে, শনিবার(২০ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে দলটির মনোনীত প্রার্থীকে, তা নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৩ নভেম্বর সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে ২৩৩ আসনে ধানের শীষের প্রার্থীর নাম প্রকাশ করেন। নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে চারটি আসনের বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। ওই তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যবসায়ী নেতা ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করা হয়।
দলীয় মনোনয়ন পাওয়ার পর টানা গণসংযোগে ছিলেন মাসুদুজ্জামান। কিন্তু গত ১৬ ডিসেম্বর দুপুরে হঠাৎই এক মত বিনিময় সভায় মাসুদুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকায় তিনি নির্বাচন করবেন না।তবে, পরবর্তীতে গত ১৯ ডিসেম্বর নেতা-কর্মীদের চাপে অনুরোধ ফের সিদ্ধান্ত পাল্টে পুনরায় নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
মাসুদুজ্জামানের নির্বাচনে ফেরার ঘোষণার পরদিন শনিবার বিএনপির মনোনয়ন বঞ্চিত আরেক নেতা সাখাওয়াত হোসেন দাবি করেছেন, তিনি দলটি থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন। দল তাকে ডেকে আসনটিতে নির্বাচন করার নির্দেশনা দিয়েছে। এবং শনিবার তিনি দলটির মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।
এদিকে, এ আসনে অপর আরেক মনোনয়ন বঞ্চিত ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলও বলছেন, সাখাওয়াত হোসেনের মনোনয়ন পাওয়ার বিষয়টি দলীয়ভাবে ঘোষণা না হওয়ায় তা নিয়ে জনমনে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, মনোনয়ন নিয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহবান পাশাপাশি দলীয় মনোনীত ধানের শীষের ) মাসুদুজ্জামানের)পক্ষে কাজ করার অনুরোধ জানান।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ












































































































































































