অগ্রহায়নের ধান মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক
- আপডেট সময়- ০৬:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি।।
অগ্রহায়ন মাসের শেষ ভাগে এসে দেশের বিভিন্ন অঞ্চলে এখন চলছে নতুন ধানের বাম্পার মৌসুম। হেমন্তের নরম রোদ আর হালকা শীতের আমেজে মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটার পর মাড়াই ও শুকানোর কাজে।
স্থানীয় কৃষক আবুল কাসেমের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। ফলে কৃষকের মুখে স্বস্তির হাসি। কৃষাণী থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে সাহায্য করছেন মাড়াইয়ের কাজে। কোথাও চলছে আধুনিক মেশিনে মাড়াই, আবার কোথাও দেখা যাচ্ছে পুরোনো ঐতিহ্যবাহী উপায়ে ধান ঝাড়ার দৃশ্য।
কৃষকরা জানান, শ্রমিকের সংকট ও মজুরি বৃদ্ধির কারণে কিছুটা বাড়তি ব্যয় হলেও ভালো ফলন তাদের সেই কষ্ট ভুলিয়ে দিচ্ছে। মাড়াই শেষ হলেই শুরু হবে ধান শুকানো, গোডাউন করা ও বাজারজাত করার প্রস্তুতি।
ধান কাটার এই মৌসুমকে ঘিরে স্থানীয় বাজারগুলোতেও তৈরি হয়েছে বিশেষ সরগরম অবস্থা। কাঁচা ধান, খড় ও অন্যান্য কৃষিপণ্য নিয়ে চলছে বেচাকেনা। কৃষকেরা আশা করছেন, এ বছর ধানের ন্যায্য মূল্য পেলে তাদের সারা বছরের পরিশ্রম সার্থক হবে।
অগ্রহায়নের এই ধান কাটার দৃশ্য এখন গ্রামবাংলার মাঠে মাঠে রঙ ছড়িয়ে দিয়েছে—যা প্রকৃতির সঙ্গে কৃষকের চিরন্তন সম্পর্কেরই এক অনন্য বন্ধন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































