অঘোষিত নারায়ণগঞ্জ-৪, আসনে বিএনপির মনোনয়ন নিতে মরিয়া শাহ্ আলম
- আপডেট সময়- ০৪:১৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৮ বার পড়া হয়েছে

দলের স্বার্থে দুইবার মনোনয়ন ছেড়ে দিয়েছি..!
বিশেষ প্রতিবেদক।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম বলেছেন, ২০০৮ সালের পর ২০১৮ সালেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছিলেন। তবে দল ও জোটের স্বার্থে এবং উচ্চপর্যায়ের নির্দেশনায় সরে দাঁড়াতে হয়েছিল আমাকে।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার পাগলা বাজার এলাকায় বিশাল শোডাউন ও বর্ণাঢ্য র্যালি শেষে সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০০৮ সালে বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তখন নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল।কিন্তু ষড়যন্ত্র করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়।
নারায়ণগঞ্জের সাধারণ জনগণ জানে আমি নির্বাচিত হয়েছিলাম। ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়েছিলেন আপনারা—সেজন্য আমি কৃতজ্ঞ।
শাহ আলম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্লিন ইমেজের রাজনৈতিক নেতৃত্ব বাছাইয়ের ঘোষণা দিয়েছেন। আমি কখনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রশ্রয় দেইনি। দলের সিদ্ধান্তে মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জবাসীর জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি আপনাদের সকলের নিরাপত্তার দায়িত্ব নিতে চাই। জীবনে কখনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের প্রশ্রয় দেব না। যারা বিএনপি করে তারা কখনো সন্ত্রাসী হতে পারে না।
বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন—ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু প্রমুখ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































