সাবেক কাউন্সিলর খোরশেদকে পাশে নিয়ে মাসুদুজ্জামানের গণসংযোগ
- আপডেট সময়- ০৩:০০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মানবতার ফেরিওয়ালা খ্যাত মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে পাশে নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণসহ ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের ১৩নং ওয়ার্ডের মাসদাইর বাজার এলাকায় এ গণসংযোগ করা হয়। এসময় সকল কর্মী-সমর্থকরা স্লোগান দেন “খোরশেদ-মাসুদ দুই ভাই, ধানের শীষে ভোট চাই।”
এর আগে দুপুরের দিকে বিএনপির মনোনীত মাসুদুজ্জামান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাবেক এই কাউন্সিলর খোরশেদের বাসভবনে যান এবং ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তাঁকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আসন্নবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন খোরশেদও।
সাক্ষাৎ প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, আমরা যারা নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তাদের মধ্যে খোরশেদ দলের জন্য অনেক অবদান রেখেছেন, আমি তার অবদানকে সম্মান করে চলে এসেছি। খোরশেদ ২০১৮ সালেও তিনি মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু তারপরও দলের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন।এইবারও তার ব্যপ্তি ঘটেনি, সেই ধারাকে অব্যাহত রেখেছেন। আমি দেশে ফেরার পর যারা মনোনয়ন পাননি, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করছি। খোরশেদের মতো নিবেদিত নেতারা দলের ঐক্যের প্রতীক।
তিনি আরও বলেন, খোরশেদ শুধু রাজনৈতিক নয়, সামাজিকভাবেও একজন অনুকরণীয় ব্যক্তি। করোনাকালীন সময়ে তাঁর মানবিক ভূমিকা নারায়ণগঞ্জবাসী মনে রেখেছে। আমি আশা করি, এবারও তিনি আমার পাশে থেকে ধানের শীষের বিজয়ের জন্য সর্বাত্নকভাবে কাজ করবেন।
সাবেক কাউন্সিলর খোরশেদ বলেন, দল যেহেতু মাসুদ ভাইকে মনোনয়ন দিয়েছে, আমরা তার পাশেই আছি। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধানের শীষ জিতলে বিএনপি জিতবে। তাই আজ থেকে আমরা দুই ভাই একসঙ্গে কাজ শুরু করলাম।সাক্ষাৎ শেষে খোরশেদ ও মাসুদুজ্জামান একসঙ্গে মাসদাইর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান ও লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য এডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































