মৌলভীবাজারে বিএনপি’র বৈঠকে “জয় বাংলা”শ্লোগানে তোলপাড়
- আপডেট সময়- ০৪:২১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।।
দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে স্থানীয় রাজনীতির পর্যায়ে।
শনিবার (৮ই নভেম্বর) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে এ ঘটনাটি ঘটে।
উঠান বৈঠকের আয়োজন করে জায়ফরনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। ইউনিয়ন বিএনপি’র নেতা মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ি-বারহাল) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তব্য রাখেন জায়ফরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রউফ। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। মুহূর্তেই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে জুড়ি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন বলেন, “আমাদের সিনিয়র নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছিল। আব্দুর রউফ একজন সিনিয়র নেতা। বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হলে তিনি ভুলবশত ‘জয় বাংলা’ বলে ফেলেছেন। তবে তিনি তো ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেননি।”
তবে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপি’র কয়েকজন নেতা বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালিয়েছে। এখন বিএনপি’র বৈঠকে কেউ যদি একই স্লোগান দেয়, তা গ্রহণযোগ্য নয়। আব্দুর রউফ আওয়ামী লীগ সরকারের সময় নানা সুযোগ-সুবিধা নিয়েছিলেন-তাঁর এই আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, “নাসির উদ্দিন মিঠুর সঙ্গে জনগণের তেমন সম্পর্ক নেই। তিনি টাকা খরচ করে মানুষদের মিটিং-মিছিলে আনেন। তাঁর ব্যবহারে স্থানীয়রা ক্ষুব্ধ। তাঁকে বিএনপি’র মনোনয়ন দিয়ে ভুল করেছে, কারণ তৃণমূলের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।”
বিএনপি নেতা আব্দুর রউফের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে কোন ভাবে পাওয়া যায়নি।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































