নারায়ণগঞ্জে ছাত্রদল নেতা ও বাবার নেতৃত্বে সংবাদকর্মীর ওপর হামলা
- আপডেট সময়- ০৬:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছে দুই সংবাদকর্মী।
বুধবার( ৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলা ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এ দুর্ধর্ষ হামলার ওই ঘটনা ঘটে।
এসময় কথিত বিএনপি নেতার হামলায় আহত হয়েছে জাগো নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ক্যামেরা ম্যান সহ ৩ জন। ওই সময়ে তারা ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করেছে। এক পর্যায়ে তাদের সন্ত্রাসী বাহিনী সংবাদকর্মী ৩ জনকে আটকে বেধড়ক মারধর করেছে। পরে তাদের এলাকাবাসীর সহায়তায় নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, পুলিশ হামলাকারী সন্ত্রাসী কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেনকে (৬০) আটক করেছে। সে মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আতা-ই-রাব্বির বাবা।
জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ জানান, গিরিধারা বউবাজার এলাকাতে এক নারীর অভিযোগ ছিল তাদের জমি দখল করে রেখেছিল বিএনপির নামধারী নেতা শাহাদাত ও তার ছেলে রাব্বি।
ওই ঘটনায় নারী ফতুল্লা থানায় একাধিকবার জিডিও করেছেন। বিষয়টি জানতে এবং সংবাদ সংগ্রহে বুধবার বিকেল ৪টায় ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে কথার খবর পেয়ে শাহাদাত হোসেন দলবল নিয়ে এসে অতর্কিত হামলা করে।এসময় আমার সঙ্গে থাকা ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে টেনে হেচড়ে একটি রুমে আটকে লাঠিসোটা ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাদের সঙ্গে থাকা ক্যামেরা ও মোবাইল ভেঙে ফেলে। পরে রুমে আটকে মোবাইলে ধারন করা ভিডিও ফুটেজ থাকায় ভাঙচুর করে।
খবর পেয়ে সহযোদ্ধা গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও অশোভন আচরণ করে ওই নেতা ও তার বাবা। পরে পুলিশ গিয়ে ৩ সংবাদকর্মীকে উদ্ধার করে। তাদের খানপুরে ৩’শ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হামলাকারী শাহাদাতকে আটক করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































