নান্দাইলে ৪’শ বছরের ঐতিহ্যকে ধরে রাখতে অনুষ্ঠিত হলো পারিবারিক মেলবন্ধন
- আপডেট সময়- ০৪:৩১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরকামটখালী গ্ৰামে শেকড়ের শক্তি -সম্পর্কের ভিত্তি এই প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হল দোয়া মাহফিল ও পারিবারিক মিলনমেলা।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বীরকামটখালী গ্ৰামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দোয়া ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। এই পারিবারিক মিলনমেলায় ৪টি উপজেলার ৮ কি গ্ৰামের প্রায় ছয় শতাধিক লোকের সমাগম ঘটে। বীরকামটখালী গ্ৰামের আলহাজ্ব আব্দুল জলিল সাহেবের সভাপতিত্বে ও বীরকামটখালী দক্ষিণ বাজারের বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক মোঃ সোহাগ মিয়ার সঞ্চালনায় হাফেজ শামসুল হুদার পবিত্র কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে বক্তব্য রাখেন বীরকামটখালীর কৃতি সন্তান ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মানিক, ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, এডভোকেট রাইসুল ইসলাম -সুতীরপাড় ময়মনসিংহ ,মোঃ সুমন মাষ্টার -ভাংনামারী, তাইজুল ইসলাম মাষ্টার -বীরকামটখালী, মোঃ মাজহারুল ইসলাম-প্রধান শিক্ষক রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ডাঃ আনসার উদ্দিন ভূঁইয়া পারভেজ- বীরকামটখালী, উপ পুলিশ পরিদর্শক আল আমিন-মাঝেরচর।
এসময় বক্তারা বলেন, আমাদের আদি নিবাস ছিল মাঝেরচরে। প্রায় চার শত বছর পূর্বের পারিবারিক ইতিহাস পর্যালোচনা করে জানা যায় যে মাঝেরচর থেকে বিভিন্ন কারণে ময়মনসিংহ জেলার চারটি উপজেলায় ময়মনসিংহ সদর গৌরীপুর ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে দাপটের সহিত বসবাস শুরু করে।
দীর্ঘদিন যাবত পারিবারিকভাবে আমাদের কোন যোগাযোগ না থাকলেও বর্তমান প্রজন্ম পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আবারও ৪০০ বছরের ইতিহাসকে সামনে এনে আমরা সকলেই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বন্ধনে আবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে চাই। দোয়া শেষে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ










































































































