সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সদর, নারী ও শিশু, নির্বাচন, পূর্বাভাস, বন্দর, বাংলাদেশ, রাজনীতি, সিদ্ধিরগঞ্জ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামানের পক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা:
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর খানপুর হাসপাতাল রোড প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৫ আসনের জনমানুষের নেতা ও বিএনপি’র মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ’র পক্ষে আয়োজিত এ-ই কর্মসূচীতে স্থানীয় নেতা-কর্মীদের বিপুল অংশগ্রহণে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে।
এক বিবৃতিতে মাসুদুজ্জামান মাসুদ বলেন- ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় দিন। এ-ই দিনে সিপাহী-জনতার ঐক্য জাতিকে নতুন দিশা দেখিয়েছিলো। আজ আবার সে-ই জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানাই। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, গুম-খুন, দমননীতি ও একদলীয় শাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলছি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র আদর্শ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া’র দৃঢ় নেতৃত্ব ও জননেতা তারেক রহমান’র দিক নির্দেশনায় আমরা একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। সময় এসেছে দলমত নির্বিশেষে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করার। গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এ-ই সংগ্রামে আমরা কেউ পিছু হটব না।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন- দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ। বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ’র নেতৃত্বে এ-ই আন্দোলন আরও বেগবান হবে। নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ বিএনপি’র প্রতি যে আস্থা ও ভালোবাসা প্রকাশ করেছে, তা আজকের এ-ই সমাবেশে প্রমাণিত হয়েছে। এ-ই ঐক্য, এ-ই উদ্দীপনাই আমাদের প্রকৃত শক্তি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু।
অনুষ্ঠানকে সফল করতে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য এড. বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, মোঃ আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহম্মদ রিপন, এড. শরীফুল ইসলাম শিপলূ, সাখাওয়াতুল ইসলাম রানা, মোঃ ফারুক হোসেন সহ অন্যান্য অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
র্যালী শেষে স্থানীয় জনগণের মাঝে তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেটবিতরণ করা হয়। এবং দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সংহতির পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































