সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
চকরিয়ায় হাইয়েস গাড়ি নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০২:২৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি.।।
কক্সবাজারের চকরিয়ায় হাইয়েস মাইক্রোবাস ব্যবহার করে বড় ধরনের ডাকাতির প্রস্তুতিকালে চার সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত চক্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল—এসআই আবুল খায়ের, এএসআই দেবু মজুমদার, এএসআই খলিল, এএসআই আল-আমিনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালানোর চেষ্টা করে। ধাওয়া করে চারজনকে হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন—সেলিম (৩৫), পিতা মৃত কালু মিয়া, মাতা মৃত আছমা বেগম, সাচৌয়ারফাড়ি, ৯নং ওয়ার্ড, সাহারবিল ইউনিয়ন।
নাছির উদ্দিন (৪৫), পিতা মৃত আলী আহম্মদ, মাতা মৃত রোকেয়া বেগম, সাং—ইলিশিয়া, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন।
তৌহিদুল ইসলাম (২৪), পিতা আকতার আহম্মদ, মাতা সাজেদা বেগম, সাং—ঈদমণি, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন।
আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীন ওরফে সাজ্জাদ (২১), পিতা নুরুল আমিন ওরফে নুরু, মাতা ছাবেকুর নাহার, সাং—কোরালখালী, সাহারবিল ইউনিয়ন, চকরিয়া।
থানার রেকর্ড যাচাইয়ে জানা গেছে, নাছির উদ্দিনের বিরুদ্ধে কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে—
চকরিয়া থানার মামলা নং ৩২, তারিখ ২২/০২/২০২৫, ধারা ৩০২/২০১/৩৪
চন্দনাইশ থানার মামলা নং ২০ ও ২১, তারিখ ২৪/০৮/২০১৮, ধারা ৩৯৯/৪০২ ও অস্ত্র আইন
এছাড়া আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে মহেশখালী থানায় দুটি চুরির মামলা রয়েছে।
পুলিশ জানায়, আটকরা একটি আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা হাইয়েস গাড়ি ব্যবহার করে বিভিন্ন জেলায় সংগঠিতভাবে ডাকাতি করত।
অভিযানে ডাকাতদের ব্যবহৃত দুইটি হাইয়েস (মাইক্রোবাস) জব্দ করা হয়েছে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন,
“আটক চারজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































