একদিনে ২৩ জেলায় নতুন ডিসি, ঢাকা-গাজীপুরে ফের বদল
- আপডেট সময়- ০৬:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
আসন্নবর্তী নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে এবার দুটি পৃথক আদেশে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবার রাতের দ্বিতীয় প্রজ্ঞাপনে ১৫ জেলায় নতুন ডিসি পাঠানোর পাশাপাশি আগের দুই ডিসির বদলির আদেশ বাতিল করা হয়।এ নিয়ে এক সপ্তাহের মধ্যে মোট ৫০ জেলা নতুন ডিসি পেল।


এদিকে এদিন চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনারও দিয়েছে সরকার। এরমধ্যে তিনজন নতুন এবং একজনকে এক বিভাগ থেকে অন্যত্র বদলি করা হয়েছে।
নয় ডিসি বদলি
বৃহস্পতিবার রাতের প্রথম প্রজ্ঞাপনে নয় জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়। তাদের মধ্যে নারায়ণগঞ্জের ডিসিকে চট্টগ্রামে বদলি করা হয়।
বাকি আট জেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে পাঠানো হয়েছে।
আর আট জেলার ডিসিকে সরিয়ে এনে উপসচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে।
নতুন ডিসি পাওয়া এসব জেলা হল- চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোনা ও কুমিল্লার ডিসিকে বদলি করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ফিরিয়ে আনা হয়েছে।ঢাকা ও গাজীপুরে আবার ডিসি বদল।


এদিন রাতে আরেক আদেশে ঢাকাসহ আরও ১৪ জেলায় নতুন ডিসিকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে ঢাকা, পাবনা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা ও রাঙামাটিতে নতুন জেলা প্রশাসকের দায়িত্বে পাঠানো হয় কর্মকর্তাদের।


এর মধ্যে ঢাকা ও গাজীপুরে নতুন করে ডিসি বদল করা হয়। এর আগে ৮ নভেম্বরের আদেশে ঢাকা ও গাজীপুরে নতুন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































