সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উখিয়া, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, নারী ও শিশু, বাংলাদেশ, বিজিবি
উখিয়ায় ১৯ কেজি গাঁজাসহ আটক-১
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান, কক্সবাজার।।
কক্সবাজারের উখিয়ায় ১৯ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নজির আহমদ (৪৩)। তিনি টেকনাফ উপজেলার শীলবানিয়া পাড়ার বাসিন্দা এবং মৃত ফয়েজ আহমদের ছেলে।
উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিকেলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির দেওয়া তথ্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ১টা ৪৫ মিনিটে হোয়াইক্যং চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় যাত্রী নজির আহমদের বহন করা সাদা প্লাস্টিকের বস্তা থেকে ছয়টি প্যাকেটে টেপে মোড়ানো অবস্থায় মোট ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজির আহমদ স্বীকার করেছেন, তিনি গাঁজাগুলো টেকনাফে পৌঁছে দেওয়ার জন্য ১০ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে বহন করছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন,
“গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক সরবরাহকারী ও পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন,
“বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে থাকা উখিয়া ৬৪ ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে সফলতা অর্জন করে আসছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিজিবির নিয়মিত অভিযানে এলাকায় স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































