প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী জানাজায় অঝোরে কাঁদলেন সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতি
- আপডেট সময়- ০২:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক আলোচিত মতিউর রহমান মতি প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় শরিক হয়ে অঝোরে কাঁদলেন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জোহরের নামাজের পর মতির কাউন্সিলর কার্যালয়ের সামনের একটি মাদরাসায় তার স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি কান্নায় ভেঙে পরেন।
এর আগে, শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মতির স্ত্রী রোকেয়া মৃত্যুবরণ করেন।
এসময় স্ত্রীর জানাজায় অংশ নিয়ে অঝোরে কেঁদে ভেঙে পড়েন মতি। উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে তিনি বলেন, আমি দীর্ঘ ১০ মাস ধরে কারাগারে রয়েছি। গতকাল (শুক্রবার) আমার স্ত্রী মৃত্যুবরণ করেছে। তার সঙ্গে আমার ৩২ বছরের সংসার জীবন। সে সবসময় আমাকে আগলে রেখেছে। আমার দুর্ভাগ্য, বড় ভাইয়ের মৃত্যুতেও আমি কারাগারে ছিলাম। আপনারা তার জন্য দোয়া করবেন। যদি জীবনে সে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকে, আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই। সবাই তাকে দয়া করে ক্ষমা করে দিয়েন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মতিউর রহমান মতিকে স্ত্রীর জানাজায় শরীক হতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে কারা কর্তৃপক্ষ ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি মুক্ত ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য য, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা হত্যা ও হত্যাচেষ্টাসহ ৪৫টি মামলার আসামি মতিউর রহমান মতি। এ বছরের ১২ জানুয়ারি রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতি ও তার ছেলে বাবুকে গ্রেপ্তার করে ভাটারা থানা-পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ছেলে বাবুই জামিনে মুক্তি পেলেও এখনো কারাভোগ করছেন সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি।




































































































