রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ার তিন দিন পর হেনস্তাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার নিজাম উদ্দিন রমজান পরিবহনের কন্ডাক্টর ও চালকের সহকারী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৪ এর মেজর আবরার ফয়সাল সাদী জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর হেনস্তাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজাম উদ্দিনকে বছিলা এলাকা থেকে আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শুক্রবার সকালে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার নিজাম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, গত ২৭ অক্টোবর বিকেলে ধানমন্ডি ১৫ থেকে বছিলা যাওয়ার সময় রমজান পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নিজাম উদ্দিন তরুণীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য ও আচরণ করেন।





































































































