বাইউস্টে অনুষ্ঠিত হলো “সি.এস.ই ফল ফেস্ট
- আপডেট সময়- ১১:১৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক।।
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (BAIUST)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী “সি.এস.ই ফল ফেস্ট ২০২৫ (CSE Fall Fest 2025)” সফলভাবে সম্পন্ন হয়েছে। বাইউস্ট কম্পিউটার ক্লাব (BCC)-এর উদ্যোগে আয়োজিত এ উৎসবে শুধুমাত্র বাইউস্টের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করে।
৩ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয় (Inter University Programming Contest – IUPC), এবং একই দিনে শুরু হয় ২৪ ঘণ্টাব্যাপী হ্যাকাথন (Hackathon 2025), যা শেষ হয় ৪ নভেম্বর ২০২৫। ফেস্টের শেষ দিনে, ৫ নভেম্বর ২০২৫ তারিখে আয়োজন করা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং কনটেস্ট (Prompt Engineering Contest) ও সমাপনী অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠিত হয় ক্যারিয়ার টক (Career Talk) এবং Preparing for the Job Field শীর্ষক একটি সেশন Catch Bangladesh এর উদ্যোগে , যা শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি ও বাস্তব জ্ঞান অর্জনে বিশেষভাবে সহায়ক ছিল।
সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মামুন আহমেদ, ডিন সহযোগী অধ্যাপক গোলাম মোকতাদের নাঈম এবং বাইউস্ট কম্পিউটার ক্লাবের অ্যাডভাইজার ও সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান।
মাননীয় উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “কম্পিউটার ক্লাবের এই আয়োজনের উদ্যম ও নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে, যাতে তারা ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের যোগ্য করে তুলতে পারে।”
ফেস্টের সফল সমাপ্তির মাধ্যমে বাইউস্ট সিএসই বিভাগ আবারও প্রমাণ করেছে তাদের দক্ষতা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তির প্রতি গভীর ভালোবাসা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































